প্রাইজ বন্ড চেকার কি?
বিভিন্ন প্রয়োজনে এবং কারণে আমাদের সংগ্রহে প্রাইজ বন্ড থাকে। প্রায়ই দেখা যায়, নানা কারণে প্রতি তিনমাস পরপর ড্র'র ফলাফল সংগ্রহ করা এবং সেগুলো একাধিক বন্ডের নম্বরের সাথে চেক করা হয় না। ফলে, একটার পরে একটা ড্র চলে যায় প্রাইজ বন্ড ড্রয়ারের এক কোনায় খামের মধ্যে পড়ে থাকে। জানাও হয় না, পুরষ্কারের তালিকায় আপনার কোন প্রাইজ বন্ড ছিল কি না!
এই সমস্যা সমাধান করবে প্রাইজবন্ড চেকার।
প্রাইজ বন্ড চেকারের ওয়েব সাইট অথবা মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি প্রাইজ বন্ড ডিজিটালি সংরক্ষণ করলে সর্বশেষ দুই বছরের ড্র'র রেজাল্টের সাথে আপনার বন্ডের নম্বর চেক করে ফলাফল জানিয়ে দিবে। আপনি ভাগ্যবান হলে, ড্র'র তারিখ থেকে দুই বছরের মধ্যে পুরস্কারের টাকা দাবী করতে পারবেন। শুধু পুরনো রেজাল্ট নয়, নতুন ড্র'র সঙ্গে সঙ্গে অটোমেটিক ভাবে আপনার বন্ডের সাথে ফলাফল চেক করে জানিয়ে দেয়া হবে।
প্রাইজ বন্ড চেকারে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে ১০টি প্রাইজ বন্ড যোগ করে চেক করতে পারবেন। অতিরিক্ত প্রাইজ বন্ড যোগ করতে হলে সাবস্ক্রিপসন করতে হবে।